ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় তিন দফা দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
মাগুরায় তিন দফা দাবিতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন

মাগুরা: জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগ, ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মাগুরায় মানববন্ধন করেছে বাংলাদেশ কংগ্রেস মাগুরা জেলা শাখা।

রোববার (২০ আগস্ট) সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ কংগ্রেস মাগুরা পৌরসভা শাখার আহ্বায়ক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।

এসময় বক্তব্য দেন শ্রীপুর উপজেলা শাখা আহ্বায়ক মো. আসাদুজ্জামান আসাদ, ছাত্র কংগ্রেস মাগুরা জেলা শাখার আহ্বায়ক মো. কাজল ইসলামসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

মানববন্ধনে জেলার চার উপজেলা থেকে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।