ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চা বাগানে মিলল ১২ লাখ টাকা মূল্যের মহিষ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
চা বাগানে মিলল ১২ লাখ টাকা মূল্যের মহিষ

মৌলভীবাজার: বড়লেখা উপজেলার পাথারিয়া চা বাগান এলাকা থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৬টি ভারতীয় চোরাই মহিষ জব্দ করেছে বিজিবি বিওসি টিলা ক্যাম্পের সদস্যরা।

শনিবার (১৯ আগস্ট) রাতে অভিযান চালিয়ে এসব মহিষ উদ্ধার করা হয়।

তবে মহিষ চোর কারবারিদের কাউকে আটক করতে পারেনি বিজিবির সদস্যরা।  

রোববার (২০ আগস্ট) দুপুরে উদ্ধার ভারতীয় চোরাই মহিষগুলো স্থানীয় কাস্টমসে জমা দিয়েছে বিজিবি।  

বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসি টিলা ক্যাম্প সূত্রে জানা গেছে, সীমান্তের ১৩৯২ মেইন পিলার থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতর দিয়ে চোরা কারবারিরা ভারতীয় মহিষের চালান নিয়ে যাচ্ছিল। এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পাথারিয়া চা বাগান এলাকায় অভিযান চালায়। রাত ৮টার দিকে বিজিবি সদস্যরা ধাওয়া করে ৬টি ভারতীয় চোরাই মহিষ আটক করে। এর আগেই চোরা কারবারিরা পালিয়ে যায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসি টিলা ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম বলেন, আটক ভারতীয় চোরাই মহিষগুলোর মূল্য ১২ লাখ টাকা। শনিবার দুপুরে তা স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হয়েছে। তারাই নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ কোষাগারে জমা দেবে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
বিবিবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।