ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খেলার মাঠে ঝগড়া, বন্ধুর ছুরিতে প্রাণ গেল স্কুলছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
খেলার মাঠে ঝগড়া, বন্ধুর ছুরিতে প্রাণ গেল স্কুলছাত্রের

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলা নিয়ে ঝগড়ার জেরে বন্ধুর  ছুরির আঘাতে হোসেন মিয়া (৭) নামে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকেল ৪ টার দিকে শিশু হোসেনের মরদেহ ময়নাদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

হোসেন উপজেলার শলমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের ময়নুল হকের ছেলে। সে স্থানীয় শালমারা সরকারি প্রাথমিক বিদ্যায়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, শনিবার (১৯ আগস্ট) সকালে খেলার সময় কথাকাটাকাটির এক পর্যায়ে সহপাঠি ঈমান আলী (৮) ধারালো ছুরি দিয়ে চোখের পাশে আঘাতকরলে হোসেন গুরুতর আহত হয়।  তাকে গুরুতরআহত  অবস্থায় বগুড়ার একটি হাসপাতালে ভর্তিকরা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ আগস্ট) ভোরে মারা যায় হোসেন মিয়া।  

অভিযুক্ত ঈমান আলী উপজেলার শালমারা ইউনিয়নের মিরা পাড়া গ্রামের গোলজার রহমানের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

 গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায় নি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ২১,২০২৩
এম এম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।