বরিশাল: ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারকদের পদত্যাগের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিটের ব্যানারে সোমবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু।
বক্তব্য দেন কেন্দ্রীয় ফোরাম সদস্য অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট এইচ. এম তছলিম উদ্দিন, বরিশাল আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, অ্যাডভোকেট. সাদিকুর রহমান লিঙ্কন, সহ-সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, অ্যাডভোকেট অসিম কুমার বাড়ৈ, মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এমএস/এমজে