ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সবজিক্ষেতে পড়ে ছিল নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
সবজিক্ষেতে পড়ে ছিল নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষকের মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহর এর গোবিন্দপুর ২০ নম্বর সেক্টরের একটি সবজিক্ষেত থেকে আব্দুল্লাহ আল মামুন (৩৬) নামের এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়।

আব্দুল্লাহ আল মামুন ঢাকার নর্দার্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন। তিনি ফেনী জেলার সদর উপজেলার গজারি কান্দি এলাকার আবুল কালামের ছেলে। বর্তমানে স্ত্রী মোরশেদা বেগমকে নিয়ে তিনি ঢাকার দক্ষিণখান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, উপজেলার পূর্বাচল উপশহর এর গোবিন্দপুর ২০ নম্বর সেক্টরের একটি সবজিক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।   দুপুরে পরিবারের লোকজন শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আব্দুল্লাহ আল মামুনের শ্বশুর আব্দুর রাজ্জাক চৌধুরী জানান, মঙ্গলবার সকাল ১০টায় বাসা থেকে বের হয় আব্দুল্লাহ আল মামুন। পরে মোবাইল বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির পর সন্ধ্যা ছয়টায় শ্বশুর আব্দুর রাজ্জাক চৌধুরী বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি জিডি করেন। এরপরে মোবাইল টেকিং এ পূর্বাচলে অবস্থান দেখা যায়। পরে রূপগঞ্জ থানায় খোঁজখবর নিয়ে তারা জানতে পারেন এটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তখন ওই মরদেহটি আব্দুল্লাহ আল মামুন বলে তারা শনাক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।