ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ফারজানা (১০) ও রাহিম (৮) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামের বাইশমারা এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত দুইজন ওই এলাকার আনোয়ার হোসেনের সন্তান।

স্থানীয়রা জানান, শিশু রাহিম ও ফারজানা বাড়ির পাশের পুকুর পড়ে যায়। এ সময় একজন পুকুরে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে পানিতে নামে। পরে দুইজনেই পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, হাসপাতালে নেওয়ার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে তাদের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।