ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ১৬৪ বোতল মদসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
গাইবান্ধায় ১৬৪ বোতল মদসহ কারবারি আটক

গাইবান্ধা: গাইবান্ধা সদরে ১৬৪ বোতল বিদেশি মদসহ মোকছেদুর রহমান ইমন (৩৫) নামে এক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

রোববার (২৭ আগস্ট) দুপুরের দিকে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোকছেদুর গাইবান্ধা সদর থানার দক্ষিণ গিদারী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।  

বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, গোপন তথ্যের শনিবার (২৬ আগস্ট) রাত দেড়টার দিকে দক্ষিণ গিদারী গ্রামে অভিযান চালায় র‍্যাব। এ সময় ১৬৪ বোতল বিদেশি মদসহ কাবরারি মোকছেদুরকে আটক করা হয়। আসামিকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।