ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেপটিক ট্যাংক থেকে বালতি তুলতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
সেপটিক ট্যাংক থেকে বালতি তুলতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

বরিশাল: বরিশালের বানারীপাড়ায় সেপটিক ট্যাংকিতে পড়ে যাওয়া বালতি তুলতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ আগস্ট) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত দুজন হলেন উপজেলার উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হাওলাদার বাড়ির আবুল কালাম হাওলাদার (৭০) ও তার ছেলে কামরুল ইসলাম হায়দার (৪৩)।

বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, কয়েকদিন আগে আবুল কালাম বাড়িতে নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। সেন্টারিং খুলতে সেপটিক ট্যাংকির মধ্যে জমে থাকা পানি বালতি দিয়ে তুলছিলেন কামরুল। এক পর্যায়ে বালতি ট্যাংকের ভেতরে পড়ে যায়। ওই বালতি তুলতে গিয়ে ট্যাংকি মধ্যে নেমে কামরুল অচেতন হয়ে পড়েন। এ দৃশ্য দেখে ছেলেকে উদ্ধারের জন্য বৃদ্ধ বাবা সেপটিক ট্যাংকিতে নেমে পড়েন। সেখানে নেমে তিনিও অচেতন হয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয়রা অচেতন অবস্থায় বাবা ও ছেলেকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।