ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছেলের কোদালের আঘাতে প্রাণ গেল বাবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
ছেলের কোদালের আঘাতে প্রাণ গেল বাবার কোদালসহ আটক ঘাতক ছেলে মুসা

সিরাজগঞ্জ: পারিবারিক কলহের জের ধরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ছেলের কোদালের আঘাতে বাবার মৃত্যু হয়েছে।  

রোববার (২৭) রাতে বেলকুচি উপজেলার এনায়েতপুরের গোপরেখী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম আশরাফ আলী (৫০)।  ঘাতক ছেলের নাম আবু মুছা (৩০)। ঘটনার পর পরই ঘাতক মুছাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছেলের হাতে বাবা খুন হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ছেলে মুছাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের সঙ্গে ছেলে মুছার দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে রোববার রাতে মুছার সঙ্গে তার মায়ের বাকবিতণ্ডা হয়। এ অবস্থায় বাবা আশরাফ আলী এগিয়ে এলে পাশে থাকা কোদাল দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায়  উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে
মারা যান আশরাফ।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।