ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলায় বিদেশি জাহাজ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলায় বিদেশি জাহাজ  বিদেশি জাহাজ

বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ 'এমভি জেইন'।  

সোমবার (২৮ আগস্ট) সকাল ১০টায় বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর এ্যাংকরেজে নোঙর করে জাহাজটি।

এর আগে গেল ৮ আগস্ট ইন্দোনেশিয়া থেকে ৫০ হাজার ৪৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় এমভি জেইন।  

চট্টগ্রামে ১৯ হাজার ৫শ মেট্রিক টন কয়লা খালাস করে অবশিষ্ট কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক বলেন, মোংলা বন্দরে আসা জাহাজ থেকে দুপুরে কয়লা খালাস শুরু হয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দরে খালাস করা ১৯ হাজার ৫শ মেট্রিক টন কয়লা লাইটার জাহাজে করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে আনা হচ্ছে।

এর আগে ১৩ আগস্ট বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার ৭শ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল বাণিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।