খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে স্থলবন্দরের জন্য সড়ক প্রশস্তকরণ প্রকল্পে ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের লক্ষ্যে ভুয়া দলিল বানানোর সঙ্গে জড়িতদের শাস্তি ও ভুয়া দলিল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
সোমবার (২৮ আগস্ট) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে রামগড় ভূমি রক্ষা কমিটির ব্যানারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের অভিযোগের প্রেক্ষিতে গত মে মাসে জেলা প্রশাসকের কার্যালয়ে শুনানিতে ভূমি দস্যুদের দলিল ভুয়া প্রমাণিত হয়। কিন্তু তিন মাসের বেশি সময় অতিবাহিত হলেও ভুয়া দলিল বাতিল হয়নি। ভুয়া দলিল বাতিল করে অবিলম্বে প্রকৃত মালিকদের অধিগ্রহণের টাকা পরিশোধ ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে রামগড় ভূমি রক্ষা কমিটির সভাপতি শের আলী ভূইয়া, রামগড় পৌরসভার কাউন্সিলর মো. কাশেম ও ভূমির মালিক অধ্যক্ষ ফারুক উর রহমান বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এডি/এসএম