ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

জাতীয়

৬ মাস পর্যন্ত শিশুর পরিমিত পুষ্টির গুরুত্ব বিষয়ক গোলটেবিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
৬ মাস পর্যন্ত শিশুর পরিমিত পুষ্টির গুরুত্ব বিষয়ক গোলটেবিল ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৩ উপলক্ষে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস-এনএনএস দৈনিক কালের কণ্ঠ কার্যালয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকের বিষয়বস্তু ছিল সোনালি ভবিষ্যৎ: জীবনের প্রথম ৬ মাসে শিশুর জন্য পরিমিত পুষ্টির গুরুত্ব।

বৈঠকে সভাপতিত্ব করেন ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসের লাইন ডিরেক্টর ডা. মিজানুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসের প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ মফিজুল ইসলাম বুলবুল।

সিএনএইচএ-এর ওপর একটি পরিচিতিমূলক সংক্ষিপ্ত বিবরণী উপস্থাপন করেন ডেপুটি চিফ অব পার্টি, ইউএসএআইডির কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি -সিএনএইচএ, কেয়ার বাংলাদেশ, মোহাম্মদ আলী রেজা।

আলোচনায় অংশগ্রহণ করেন মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব, ডা. মো. আখতারুজ্জামান, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশনের পরিচালক অধ্যাপক ডা. শাহ গোলাম নবী, আইসিডিডিআর’বির নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. তাহমিদ আহমদ, কান্ট্রি লিড, জাপাইগো ডা. সেতারা রহমান, কেয়ার বাংলাদেশ, স্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. ইখতিয়ার উদ্দিন খন্দকার, নিউট্রিশন ইন্টারন্যাশনাল কান্ট্রি ডিরেক্টর ও সিএসএ ফর সান বাংলাদেশের সভাপতি সায়কা সিরাজ, সিএনএইচএ-এর সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার মো. আবু হাসান আলী, জাতীয় পুষ্টিসেবার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. সুপ্তা চৌধুরী।

গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী। সহ-সঞ্চালক ছিলেন টেকনিক্যাল লিড নিউট্রিশন, সিএনএইচএ, কেয়ার বাংলাদেশ ও ইসি মেম্বার- সিএসএ ফর সান বাংলাদেশ মোহাম্মদ হাফিজুল ইসলাম।

কেয়ার বাংলাদেশের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম (আইসিডিডিআরবি, জাপাইগো, এমপাওয়ার ও ভিসকম) ইউএসএআইডি-এর সহায়তাপুষ্ট কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি-সিএনএইচএ অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করে।

গোলটেবিল বৈঠকের ওপর একটি ক্রোড়পত্র দৈনিক কালের কণ্ঠে খুব শিগগিরই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।