গাজীপুর: গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা আটক করায় এক পুলিশ সদস্যকে প্রায় এক কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেছেন চালক।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ওই পুলিশ সদস্য হলেন- গাজীপুরের মাওনা হাইওয়ে থানার কনস্টেবল কমল দাস।
এ ঘটনায় ব্যাটারিচালিত ওই অটোরিকশা চালক জনি আহমেদকে (২৪) আটক করা হয়েছে। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকার মো. আহমেদ আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, জৈনা বাজার এলাকায় মহাসড়কে চলাচল নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী একটি অটোরিকশা থামানোর জন্য সংকেত দেন মাওনা হাইওয়ে থানার কনস্টেবল কমল দাস। পরে অটোরিকশা থামালে পুলিশ অটোরিকশার চাবি নেওয়ার চেষ্টা করলে চালক জনি অটোরিকশাটি নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কনস্টেবল কমল অটোরিকশার ডান পাশে রড ধরে ঝুলে থাকেন। পুলিশ অটোরিকশা থামানোর জন্য বললেও চালক অটো না থামিয়ে আরও গতি বাড়িয়ে দেন। এতে পুলিশ সদস্য কমল ইউনিফর্ম পরা ডিউটিতে থাকাকালীন ঝুঁকিপূর্ণ অবস্থায় হেনস্তার শিকার হন। যাত্রীরা বারবার অটোটি থামানোর অনুরোধ করলেও চালক থামাননি। এক পর্যায়ে প্রায় এক কিলোমিটার যাওয়ার পর যানজটের কারণে চালক অটোটি থামাতে বাধ্য হন। পরে পুলিশ চালক জনিকে আটক করে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মাওনা হাইওয়ে থানার কনস্টেবল কমল দাস জানান, মহাসড়কে চলাচলে নিষিদ্ধ ব্যাটারি চালিত অটোরিকশাটি থামতে বলি। এ সময় অটোর চাবি নেওয়ার চেষ্টা করলে চালক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আমি অটোর ডান পাশে রড ধরে ঝুলে থাকি এবং অটো থামাতে অনুরোধ করি। কিন্তু চালক অটোরিকশার গতি আরও বাড়িয়ে দেন। একপর্যায়ে অটোরিকশায় ঝুলে প্রায় এক কিলোমিটার যাই। এতে আমার জীবনের ঝুঁকি ছিল। পরে যানজটে অটোরিকশার গতি কমালে চালককে আটক করি। কে বা কারা এ ঘটনার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ পাঠিয়ে অটোরিকশা জব্দ এবং অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
আরএস/আরআইএস