সিলেট: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেটের আপামর জনতা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতের প্রথম প্রহর থেকে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।
একুশের প্রথম প্রহরে সিলেটের বিভাগীয় ও জেলা প্রশাসন এবং জেলা ও মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা সিলেট সিটি করপোরেশন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদিতে আরও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
একুশের প্রথম প্রহরে বাংলা বর্ণমালার মিছিল পরবর্তী শহীদ মিনারে ভাষা সংগ্রামের দিনগুলোকে স্মরণ করতে মানুষের ঢল নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের পদভারে মুখর হয়ে উঠে শহীদ মিনার। আর শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ বেদি।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ফেব্রুারি ২১, ২০২৫
এনইউ/জেএইচ