রাজধানীর লালবাগ এলাকার একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে লালবাগ জমজম টাওয়ারের ষষ্ঠ তলা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরে রাতে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, লালবাগ জমজম টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় ওই ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। নিহতের গলায় ধারালো অস্ত্রের পাশাপাশি শরীরের কয়েক জায়গায় আঘাত রয়েছে।
তিনি আরও জানান, নজরুল ইসলাম তার স্ত্রী ফাহিমা শারমিন সন্তান ও শাশুরিকে নিয়ে ওই বাসায় থাকতেন। তিনি পুরান ঢাকার ইমামবাগ একটি ব্যাংকের ক্যাশিয়ার পদে চাকরি করতেন।
পরিবার থেকে জানা যায়, নজরুল ইসলাম বটি দিয়ে নিজের গলায় নিজে আঘাত করে আত্মহত্যা করেছেন। সিআইডির ফরেনসিক টিমের সদস্যরা স্পট থেকে আলামত সংগ্রহ করেছেন।
লালবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, পরিবারের সদস্যরা দাবি করেছেন নজরুল নিজ গলায় বটি দিয়ে আঘাত করে আত্মহত্যা করেছেন। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা অথবা যদি আত্মহত্যা হয়ে থাকে এর কারণ কী? সব বিষয় জানতে তদন্ত চলমান আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এর সঠিক কারণ জানা যাবে।
এজেডএস/আরবি