ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

প্রাগ্রসরের আয়োজনে

‘নারীবাদী হয়ে ওঠার গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৮, সেপ্টেম্বর ২৭, ২০২৫
‘নারীবাদী হয়ে ওঠার গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন

‘প্রাগ্রসর’ একটি নারীবাদী ও বৈষম্যবিরোধী অলাভজনক সংগঠন, যা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সম্প্রদায়কে লিঙ্গ-সংবেদনশীল দৃষ্টিভঙ্গি ও চর্চা গড়ে তুলতে সহায়তা করে। সংগঠনটি নারী ও মানবাধিকারভিত্তিক সংগঠনগুলোর জন্য প্রশিক্ষণ, সম্পদ এবং প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে।

‘নারীবাদী হয়ে ওঠার গল্প’ প্রাগ্রসরের দীর্ঘদিনের যাত্রার এক সাফল্যমণ্ডিত সমাপ্তি। ১২ জন নারী, যারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, সম্মানিত, দক্ষ পেশাদার এবং গুণী। সবচেয়ে বড় কথা তাঁরা সবাই লড়াকু যোদ্ধা, প্রবলভাবে মানবিক ও নারী-পুরুষের সমতায় বিশ্বাসী। তাঁদের বেড়ে ওঠার পরিবেশ ভিন্ন হওয়া সত্ত্বেও কাজের ক্ষেত্রগুলো এক।

সেইসব নারীবাদীদের জীবনের গল্প নিয়ে প্রাগ্রসরের প্রকাশিত বই ‘নারীবাদী হয়ে ওঠার গল্প’-এর মোড়ক উন্মোচন ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে শনিবার (২৭ সেপ্টেম্বর) ছায়ানটের মূল মিলনায়তনে। বইটি সম্পাদনা করেছেন প্রাগ্রসরের নির্বাহী পরিচালক ফওজিয়া খোন্দকার ও ওমর তারেক চৌধুরী।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ জন নারীবাদীর অন্যতম শিক্ষাবিদ ও গবেষক হামিদা হোসেন, মানবাধিকার কর্মী ডা. ফওজিয়া মোসলেম, সুলতানা কামাল, শাহীন আনাম, খুশী কবির, সুলতানা বেগম, রাজনীতিবিদ আরমা দত্ত, চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক শামীম আখতার প্রমুখ।

সম্মানিতদের মধ্যে কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও আদিবাসী সম্প্রদায়ের অধিকার কর্মী নিরূপা দেওয়ান অসুস্থতাজনিত কারণে এবং গবেষক ও শিক্ষাবিদ মেঘনা গুহঠাকুরতা ও শিক্ষাবিদ অধ্যাপক নাজমুন নেসা মাহতাব দেশের বাইরে থাকার কারণে আয়োজনে উপস্থিত থাকতে পারেননি।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।