ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পল্লবীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
পল্লবীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত 

ঢাকা: রাজধানীর পল্লবীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ইবনে আলী (৬৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

 

সোমবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মধ্যরাতে ওই ব্যক্তির মৃত্যু হয়।

নিহতের ছেলে মো. রাজু জানান, রাতে পল্লবী থানাধীন মিরপুর ১২ নম্বর সেকশনে কালাপানি গার্মেন্টসের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির সিএনজি চালিত অটোরিকশা তার বাবাকে ধাক্কা দেয়।  

খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তিনি মারা যান। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।  

চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ থানা পুলিশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।