ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সন্ধ্যায় মিলল মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্রীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
সন্ধ্যায় মিলল মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্রীর মরদেহ বাবার সঙ্গে তানহা।

বরিশাল: বরিশালের উজিরপুরে কচা নদীতে নিখোঁজ হওয়া ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সন্ধ্যা নদী থেকে ভাসমান অবস্থায় ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ভবানীপুর গ্রামের কচা নদীর তীরে পা পিছলে পড়ে নিশাত তাসনিম তানহা (১৬) নিখোঁজ হয়।

এবার সে মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ঢাকার ব্যবসায়ী ও উজিরপুরের ভবানীপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান নাসিম মোল্লার মেয়ে তানহা।

উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. কলিমউল্যাহ জানান, সন্ধ্যার শাখা কচা নদীর তীরে ভবানীপুর গ্রামের বাড়িতে বাবা ও মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল তানহা। দুপুর ১২টার দিকে ছোট ভাইকে নিয়ে নদীর ঘাটে নামে সে। এ সময় পা পিছলে নদীতে পড়ে যায়। ছোট ভাইয়ের চিৎকারে মা এসে তানহাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু স্রোতের টানে তানহা ভেসে যায়।

টিম লিডার আরও জানান, খবর পেয়ে উজিরপুর ফায়ার স্টেশন ও বরিশাল সদর ফায়ার স্টেশনের ডুবুরির দল এসে উদ্ধারে অভিযান চালায়। কিন্তু কেউ নদীতে খুঁজে পায়নি।  স্থানীয়রা ঘটনার পর থেকে উদ্ধার কাজে অংশ নিয়েছেন। তারা সকাল সাড়ে ৯টার দিকে সন্ধ্যা নদীর বানারীপাড়ার কালির বাজার এলাকায় ভাসমান অবস্থায় পেয়েছে তানহাকে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ার আবেদন করেছেন। এজন্য মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন>>>বরিশালে মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্রী নদীতে পড়ে নিখোঁজ

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।