ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরের যমুনার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত  

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
জামালপুরের যমুনার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত  

জামালপুর: গত ২৪ ঘণ্টায় জামালপুরের বাহাদুরাবাদঘাট পয়েন্টে ২০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি।  

এছাড়া পুরাতন ব্রহ্মপুত্র, দশানী, জিঞ্জিরামসহ অন্যান্য নদীর পানিও বেড়েছে।

বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আবদুল মান্নান এ তথ্য জানান।  

জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ার ফলে গত দু’দিনে প্লাবিত হয়েছে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল। পানিতে ডুবে গেছে কৃষি জমি।  

জামালপুরের পাউবো পানি পরিমাপক আবদুল মান্নান বাংলানিউজকে বলেন, গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) থেকে পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে জেলা শহর বাদে তার চারপাশের ফসলি ও নিচু জমিতে পানি প্রবেশ করেছে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এসএফ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।