ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে দলিল লেখক বরকত হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
নড়াইলে দলিল লেখক বরকত হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের হাতুড়ি ও লাঠির আঘাতে দলিল লেখক এস এম বরকত আলী হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোরের দিকে নড়াইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- লোহাগড়ার দক্ষিণ পাংখারচর গ্রামের হেমায়েত ওরফে রুনু মোল্যার ছেলে হামিম মোল্যা (২২) ও একই গ্রামের মৃত আয়নাল মোল্যার ছেলে ইমরান মোল্যা (২৪)।  

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বাংলানিউজকে বলেন, নিহতের স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ওই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ২৯ আগস্ট বিকেলের দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতুড়ি ও লাঠির আঘাতে পাংখারচর গ্রামের মৃত আলফু শেখের ছেলে এস এম বরকত আলী ওরফে সাহেব নিহত হন। এ খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রতিপক্ষের প্রধান একই গ্রামের কেরামত মোল্লা (৬১)।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।