সিলেট: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে ভারতীয় চোরাই চিনি বহনকারী গাড়ির (ক্যারিক্যাব) ধাক্কায় লোকমান আহমদ (৭০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হেমু করিচর ব্রীজ সংলগ্ন হরিপুর হেমু মাদ্রাসা গেইটের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লোকমান আহমদ উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল দক্ষিণ গ্রামের মৃত এনায়েত উল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার ভয়ে ভারতীয় অবৈধ চোরাই চিনি বোঝাই ক্যারিক্যাবটি চালক দ্রুত গতিতে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারি লোকমান আহমদকে ধাক্কা দেয়। এ সময় ক্যারিক্যাবটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই বৃদ্ধ লোকমান আহমদ প্রাণ হারান।
খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ দুঘর্টনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার সহযোগিতায় নিহত বৃদ্ধের মরদেহটি জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পুলিশ চিনির চালানসহ দুঘর্টনা কবলিত ক্যারিক্যাবটি জব্দ করেছে।
সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই স্বজনরা নিয়ে দাফন করেছেন। তবে দুর্ঘটনার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেবে হাইওয়ে পুলিশ।
বাংলাদেশ সময়: ২২২২ ঘন্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
এনইউ/এমএম