ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
আদিতমারীতে সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৪ প্রতীকী ছবি

লালমনিরহাট: সাজাপ্রাপ্তসহ পলাতক থাকা চারজনকে গ্রেপ্তার করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ।  

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

 

গ্রেপ্তার হলেন- উপজেলার বড় কমলাবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে পারিবারিক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাবিবুর রহমান, একই এলাকার রফিকুল ইসলামের ছেলে নূর আলম, নামুড়ি চন্দ্রপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে সোলেমান আলী ও সারপুকুর ইউনিয়নের সরলখাঁ গ্রামের আবুল কাশেমের ছেলে মুছা আলী।  

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আদালত কর্তৃক সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে পলাতক থাকা আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত একজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দু’জনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।