ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেট বেতার কেন্দ্রে আগুন, সম্প্রচার সাময়িক বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
সিলেট বেতার কেন্দ্রে আগুন, সম্প্রচার সাময়িক বন্ধ

সিলেট: বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যন্ত্র বিস্ফোরণে আগুন লেগেছে। এতে কেন্দ্রের ট্রান্সমিশন মেশিন পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই কেন্দ্রের এফএম সম্প্রচার সাময়িক বন্ধ আছে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রের ট্রান্সমিটার কক্ষে এসির কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানান, বার্তা কক্ষে আগুন লাগার ঘটনায় বেতার কেন্দ্রে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে বার্তা কক্ষের ট্রান্সমিটার পুড়ে এফএম সম্প্রচার সাময়িক বন্ধ হয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল হোসেন বাংলানিউজকে বলেন, দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ বেতার সিলেটের প্রকৌশল শাখার এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বিদ্যুৎ লাইনে গোলযোগের কারণে এসির কম্প্রেসার বিস্ফোরিত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও সার্বিক সম্প্রচার দেড় ঘণ্টা এবং এফএম সম্প্রচার তিন ঘণ্টা বন্ধ ছিল। তবে ট্রান্সমিটার বা সম্প্রচার যন্ত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।