নাটোর: নাটোরে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে বর ও তার স্বজনদের মারধরের ঘটনা ঘটেছে। এছাড়া বরকে বাসর ঘর থেকে বের করে বাসর ঘর ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জেলার বাগাতিপাড়ার জয়ন্তীপুর গ্রামে মিন্টু আলী শাহ্ নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। ওই দিন সকালে তার ছেলে আরাফাত শাহ্ (২১) -এর সঙ্গে পার্শ্ববর্তী লালপুর উপজেলার ওয়ালিয়া ছোটময়না গ্রামের আব্দুল মজিদের মেয়েকে বিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ে উপলক্ষে দুইদিন ধরে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজিয়ে নাচানাচি করেন বিয়ে বাড়িতে আগত অতিথিরা। এ নিয়ে প্রথম দিন ওই গ্রামেরই আব্দুল আওয়াল শাহ্ এসে বরের বাবাকে বিষয়টি জানালে বরের বাবা সাউন্ড কমিয়ে দেন। দ্বিতীয় দিন রাতে আবারো গান বাজাতে লাগলে আব্দুল আওয়াল শাহ্ ও তার ছেলেসহ স্থানীয় তিনজন এসে মারধর করে বরকে বের করে দিয়ে বাসর ঘর ভাঙচুর করে। অভিযুক্ত আব্দুল আওয়াল শাহ্ সম্পর্কে বরের চাচা হন।
বরের বাবা মিন্টু আলী শাহ্ জানান, হঠাৎ করে অভিযুক্তরা বাড়িতে ঢুকে আমার ছেলেকে বাসর ঘর থেকে টেনে বাইরে নিয়ে এসে মারধর করেন। এরপর বাসর ঘরে ঢুকে বাড়িতে আগত অতিথিদের বলে ‘তোরা এখন গান বাজা আমরা বাসর করব’। এরপর ঘরে থাকা খাটসহ আসবাবপত্র ভাঙচুর করেন তারা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুল আওয়াল শাহ্। তিনি বলেন, ‘কয়েকদিন ধরে উচ্চস্বরে গান বাজিয়ে এলাকার কাউকে ঘুমাতে দিচ্ছে না বিয়ে বাড়ির লোকজন। আমরা তাদের গান বাজাতে মানা করেছি। ’
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, দু’পক্ষের বিরোধের ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হয়েছে। এ নিয়ে কারো কোনো অভিযোগ নেই।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
এসএএইচ