খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ডেঙ্গু রোগের ভারতীয় কিট, অ্যাম্পুলসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জব্দ করা হয়েছে একটি মাইক্রোবাস।
মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে জব্দকৃত মালামালসহ আটকদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা দায়েরের পর খাগড়াছড়ি আদালতে পাঠিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, মো. মাঈনুদ্দীন, জাহাঙ্গীর আলম, মহিন উদ্দিন, জাকির হোসেন, আনোয়ার হোসেন ও রবিউল ইসলাম।
এর আগে মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় একটি মাইক্রোবাস তল্লাশি করে তিন হাজার ৯শ পিস ডেঙ্গু রোগ পরীক্ষার ভারতীয় কিট, ৯৮ পিস অ্যাম্পুলসহ ছয়জনকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাইক্রোবাসটি থেকে ভারতীয় কিট, অ্যাম্পুল পাওয়া যায়। এসময় গাড়িতে থাকা ব্যক্তিদের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রাথমিকভাবে স্বীকার করায় মালামাল, গাড়ি জব্দ করে আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এডি/এএটি