ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘আর চুরি করব না’, কান ধরে ৪ মাদকসেবীর অঙ্গীকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
‘আর চুরি করব না’, কান ধরে ৪ মাদকসেবীর অঙ্গীকার

মেহেরপুর: মেহেরপুরে মাদকাসক্ত চার যুবক কবরস্থানের পানি উত্তোলনের বৈদ্যুতিক মোটর চুরি করার অপরাধে একে অপরের কান ধরে আর জীবনে চুরি ও মাদকসেবন করবে না বলে অঙ্গীকার ও ক্ষমা প্রার্থনা করেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অভিভাবকসহ চার যুবককে কাউন্সিলরের মাধ্যমে পৌর কার্যালয়ে হাজির করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

 

যুবকরা হলেন- শাকিল হোসেন, সুজন হোসেন, রাজু ও ময়না।

এসময় অবিভাবকদের নির্দেশে চার যুবক একে অপরের কান ধরে জীবনে আর চুরি ও মাদকসেবন করবেনা বলে অঙ্গীকার করেন। এসময় তারা তাদের পুলিশে হস্তান্তর না করারও অনুরোধ জানায়।  

যুবকরা তাদের পাড়ার অধিকাংশ যুবক ও কয়েকজন নারীর নাম উল্লেখ করে বলেন- তারা হেরোইন, ফেন্সিডিল ও গাঁজার কারবার করে। তারাই তাদের বিপথগামী করেছে। পরে অবিভাবকদের অনুরোধে ও যুবকদের ক্ষমা প্রার্থনায় তাদের ছেড়ে দেওয়া হয়।

এরআগে গত রোববার (৩ সেপ্টেম্বের) রাতে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে কবরস্থানের ভূগর্ভস্থ পানি উত্তোলনের বৈদ্যুতিক মোটর চুরি করে বিক্রি করে তারা।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।