ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় আলফাজ হোসেন (৪৫) নামে সাইকেলচালক এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কাথুলী বলশাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলফাজ হোসেন সদর উপজেলার কাথুলী মালিথাপাড়ার মৃত করিম মালিথার ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার একটু আগে সেচ পাম্পের তেল কিনতে যাচ্ছিলেন আলফাজ হোসেন। এ সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তার (আলফাজ হোসেনের) সাইকেলে ধাক্কা দিলে তিনি ও মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক আলফাজ হোসেনকে মৃত ঘোষণা করেন। এছাড়া অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।