ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় নিজ ঘরে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
বরগুনায় নিজ ঘরে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ প্রতীকী ছবি

বরগুনা: বরগুনার পৌর এলাকায় নিজ ঘরে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোসা. ফারজানা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা শহরের ক্রোক প্রাইমারি এলাকা থেকে মরদেহেটি উদ্ধার করা হয়।

নিহত ফারজানা ওই এলাকার ফোরকান মুন্সির মেয়ে। শিশুটি ডিকেপি স্কুলে সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত ছিল।

এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানান, এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জাতীয় জরুরিসেবা ৯৯৯ -এ কল করে পুলিশকে জানায় এ ব্যক্তি। পরে ঘটনাস্থল থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে এটি আত্মহত্যা না কি খুন তা মর্গের প্রতিবেদন ও তদন্তে বেরিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।