ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাছের সঙ্গে বেঁধে বুশের মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
গাছের সঙ্গে বেঁধে বুশের মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসী

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় চুরির অভিযোগে আমিনুল ইসলাম বুশ (৩২) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মাথা ন্যাড়া করে দিয়েছে গ্রামের লোকজন।

বুধবার (০৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চান্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আমিনুল ইসলাম বুশ ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। পেশায় অটোরিকশাচালক তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাবগ্রাম ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম পিন্টু।

তিনি বলেন, বুধবার দিনগত রাত একটার দিকে গ্রামে হইচই শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি পিপুলের মুরগির ফার্ম সংলগ্ন রাস্তায় বুশকে গাছের সঙ্গে তার দুই হাত পেছন দিক করে বেঁধে মাথা ন্যাড়া করে দেওয়া হচ্ছে।  
কারণ জানতে চাইলে পিপুল জানায়, তার মুরগির ফার্ম থেকে একটি মোবাইল ফোন, একটি টর্চলাইট ও নগদ ৫২৫ টাকা চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরা পড়েন বুশ। এ কারণে তারা বুশকে গাছের সঙ্গে বেঁধে মাথা ন্যাড়া করে দিচ্ছেন।

বুশের বিরুদ্ধে এলাকায় এমন চুরির অনেক অভিযোগ রয়েছে বলে জানান তিনি। বলেন, মাঝেমধ্যেই বিভিন্ন বাসা-বাড়ি থেকে ছোটখাট জিনিস চুরি করেন বুশ। তাকে ছ্যাঁচড়া চোর বলে গ্রামবাসী। তবে এ নিয়ে কেউ থানায় অভিযোগ করেন না।

এই ইউপি সদস্য বলেন, যদিও মাথা ন্যাড়া করে দেওয়া বেআইনি, তারপরেও গ্রামের লোকজন অতিষ্ঠ হয়ে এই কাজ করেছে।

যুবকের মাথা ন্যাড়া করে দেওয়ার বিষয়ে জানতে বৃহস্পতিবার চান্দপাড়া গ্রামে গিয়ে মুরগির ফার্ম মালিক পিপুলকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনো বন্ধ পাওয়া গেছে।  

এদিকে মাথা ন্যাড়া করে দেওয়ায় লজ্জায় আমিনুল ইসলাম বুশও আত্মগোপনে গেছেন।  

এ কারণে অভিযুক্ত ও ভুক্তভোগী কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, এ ধরনের ঘটনা শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি। তারপরেও খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
কেইউএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।