ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডোমারে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
ডোমারে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গ্রেপ্তার হুমায়ুন

নীলফামারী: নীলফামারী ডোমারে মাদক মামলায় আদালত থেকে সশ্রম কারাদণ্ড ও জরিমানাপ্রাপ্ত পলাতক আসামি মাদক কারবারি হুমায়ুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চান্দিনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) লুলু মিয়া ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

হুমায়ুন ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনাপাড়ার রফিকুল ইসলামের ছেলে।

থানা সূত্র জানায়, ২০১৭ সালে হেরোইনসহ হুমায়ুনকে গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছিল ডোমার থানা পুলিশ। উল্লিখিত মামলায় জামিনে মুক্ত হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিল হুমায়ুন। সেই মামলায় আদালত হুমায়ুনকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, গ্রেপ্তারের হুমায়ুনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।