ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
চুনারুঘাটে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীকুটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রুমেল মিয়া (৪০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। অন্যজন মধ্যবয়সী নারী এবং তার নাম-পরিচয় জানা যায়নি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক বাংলানিউজকে জানান, নতুন ব্রিজ-চুনারুঘাট সড়কে হঠাৎ করেই দুদিক থেকে আসা অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।

এছাড়াও গুরুতর আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক এবং হতাহতদের সবাই অটোরিকশার যাত্রী বলেও জানান ওসি রাশেদুল।

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।