ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ফরিদপুর: পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিল মাহমুদপুর এলাকায় ট্রেনের ধাক্কায় লুৎফুন্নেসা নেসা (৬৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফুন্নেসা নেসা পৌরসভার বিলমাহমুদপুর নতুন ডাঙ্গী গ্রামের আয়নাল শেখের স্ত্রী।  

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী একটি ট্রেন পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিলমাহমুদপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা লুৎফুন্নেসা নেসা নামের এক বৃদ্ধা ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় রেল লাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল বলেন, খবর পেয়ে রাজবাড়ী রেল পুলিশকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।