ফরিদপুর: পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিল মাহমুদপুর এলাকায় ট্রেনের ধাক্কায় লুৎফুন্নেসা নেসা (৬৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী একটি ট্রেন পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিলমাহমুদপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা লুৎফুন্নেসা নেসা নামের এক বৃদ্ধা ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় রেল লাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল বলেন, খবর পেয়ে রাজবাড়ী রেল পুলিশকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এসআইএ