ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

‘মেধাবীরা ঝরে যেতে থাকলে অযোগ্যরা সমাজ শাসন করতে থাকে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
‘মেধাবীরা ঝরে যেতে থাকলে অযোগ্যরা সমাজ শাসন করতে থাকে’

কুমিল্লা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মেধাবীরা যদি ঝরে যেতে থাকে, তখনই অযোগ্যরা সমাজ শাসন করতে থাকে। খেয়াল করে দেখবেন, অযোগ্য ক্ষমতাবান ব্যক্তিদেরই মসজিদ কমিটির সভাপতি বানায়, যেখানে সেখানে চেয়ার দিতে হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা দুনিয়ায় ছোট ছোট ভয়ের কারণে সত্য থেকে পিছিয়ে যাই। নিশ্চিত মৃত্যু জেনেও যে মানুষগুলো সত্য থেকে পিছপা হয়নি। আমাকে আয়নাঘরে নিয়ে যাবে, আমাকে বন্দি করা হবে, আমাকে জেলে নিয়ে যাওয়া হবে, পরিবারের সদস্যরা মৃত্যুর ঝুঁকিতে থাকবে জেনেও বাংলাদেশের যে কয়েকজন মানুষ সত্য থেকে পিছপা হননি, বলিষ্ঠকণ্ঠ বজায় রেখেছেন, অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি, তিনি হলেন মোস্তাক ফয়েজী হুজুর।

হাসনাত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের পড়াশোনা করতে হবে। জ্ঞান বৃদ্ধি করতে হবে। আপনার মধ্যে যদি তথ্যের ভান্ডার থাকে, তাহলে যেকোনো জায়গায় আপনি মোকাবিলা করতে পারবেন। সেজন্য আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। যতই কষ্ট হোক আপনারা পড়াশোনা করবেন।

ইসলামী চিন্তাবিদ মাওলানা মোস্তাক ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন শশীদল আলহাজ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন স্মরণ, গাজী রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।