ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় দুই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
কুমিল্লায় দুই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দুই স্কুলের শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।  

সোমবার (১১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন মাঠে ৫০তম স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ফাইনাল খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

সংঘর্ষে জড়িয়ে পড়ে কোটবাড়ি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে।  

বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দাশ বলেন, হামলার ঘটনার আমার স্কুলের ছয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার বলেন, শিক্ষার্থীদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা হয়েছে বলে শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।

সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ তৈয়ব জানান, দুই স্কুল প্রধানসহ দায়িত্বশীলদের মঙ্গলবার ডাকা হয়েছে। জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর ভুঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো একটা বিষয় নিয়ে তারা বাকবিতণ্ডায় জড়ায়।  

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।