ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে জরুরি প্রতিরক্ষা বাঁধ নির্মাণ  ‍শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে জরুরি প্রতিরক্ষা বাঁধ নির্মাণ  ‍শুরু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের খড়খড়িয়া নদীর ওপর জরুরি প্রতিরক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে।  

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বালাপাড়া পয়েন্টে বাঁধটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সৈয়দপুর বিভাগের অধীন ৬১ মিটার বাঁধটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ টাকা।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, বালাপাড়া পয়েন্টে প্রতি বছর নদীটির পাড় ভেঙে যায়। ফলে তলিয়ে যায় ফসলি জমি ও হুমকিতে পড়ে মসজিদ, স্কুলসহ বিভিন্ন স্থাপনা। পাড় ভেঙে পানি সৈয়দপুর শহরেও প্রবেশ করে। এমন পরিস্থিতিতে বাঁধটি নির্মাণে দরপত্র আহ্বান করে পাউবো কর্তৃপক্ষ।  

সকালে নদীপাড়ের মাটি কেটে এর নির্মাণ কাজ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন। এসময় উপস্থিত ছিলেন পাউবো সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সদস্য মশিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা।
 
পাউবো সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, বাঁধটি জরুরি প্রতিরক্ষামূলক। আগামী ১০ দিনের মধ্যে এ কাজটি সম্পন্ন হবে। ফলে আশেপাশের বিভিন্ন এলাকা বন্যা থেকে রক্ষা পাবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।