ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফ্লাইটে ভিসা-পাসপোর্ট ছাড়া শিশু: বিমানবন্দরের ১০ জন প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
ফ্লাইটে ভিসা-পাসপোর্ট ছাড়া শিশু: বিমানবন্দরের ১০ জন প্রত্যাহার

ঢাকা: কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভিসা-পাসপোর্ট ও পাসবিহীন একটি শিশু উঠে পড়ার ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

একইসঙ্গে ঘটনাটি তদন্তে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

বুধবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় কুয়েত এয়ারওয়েজকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

বেবিচক চেয়ারম্যান বলেন, এ ঘটনাকে আমরা হালকাভাবে নিচ্ছি না। এখানে যে-ই দায়ী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। প্রাথমিকভাবে ১০ জনকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে (কেইউ-২৮৪) যাত্রীরা উঠছিলেন। উড্ডয়নের প্রস্তুতিও চলছিল। এ সময় ১০ বছর বয়সী একটি শিশু ফ্লাইটটির অভ্যন্তরে দাঁড়িয়ে থাকলে কেবিন ক্রুরা তাকে বসতে বলেন। শিশুটি বসে পড়ার পর ক্রুরা তার সঙ্গে কেউ আছে কিনা জানতে ও বোর্ডিং পাস, পাসপোর্ট দেখতে চায়। শিশুটি এসব না দিতে পারায় যাত্রী তালিকা যাচাই করে দেখা যায় নির্ধারিত যাত্রীর চেয়ে সে অতিরিক্ত।

পরবর্তীতে শিশুটিকে ফ্লাইট থেকে নামিয়ে কেবিন ক্রুরা তাকে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) কাছে হস্তান্তর করেন। পরে তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে এভসেক। পরে বিমানবন্দর থানা পুলিশ জুনায়েদ মোল্লা নামে ওই শিশুকে তার স্বজনদের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা বাংলানিউজকে বলেন, ওই শিশুটিকে আমরা গতকাল রাতেই তার স্বজনদের কাছে হস্তান্তর করেছি।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এমকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।