ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

হাবিপ্রবির ৪ প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
হাবিপ্রবির ৪ প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার  গ্রেপ্তারকৃতরা

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মরত চারজন প্রশাসনিক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা।

 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

তাদের বিরুদ্ধে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার মামলাসহ বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টি চেষ্টার অভিযোগের কথা জানিয়েছে পুলিশ।  

গ্রেপ্তারকৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি রাব্বি শেখ ও শেখ শাহ্ আসাদুল্লাহ সালেহীন সৌরভ এবং ছাত্রলীগ নেতা শাহ্ আলম ও ইলিয়াস দেওয়ান। তারা চলতি বছরের প্রথমার্ধে এই বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, বিগত সরকারের সময়ে এখানে কারচুপি, লবিং, ছাত্রলীগ কোটায় এবং অবৈধ নিয়োগ হয়েছে। এ কারচুপি নিয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। হাজারো যোগ্য বেকারদের কান্নার কারণ এই অবৈধ নিয়োগ।  

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পদধারী চারজনকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তাদের বিরুদ্ধে ২০২৩ সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার মামলা রয়েছে। তাদের চারজনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আমাদের কাছে সোপর্দ করে।

 এছাড়াও তারা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চক্রান্ত করছিল এবং ছাত্রলীগকে সংগঠিত করার জন্য পোস্টারিংসহ বিভিন্ন কার্যক্রম করছিল। এ আটক ডেভিল হান্টের মধ্যেই পড়ে বলেও জানান এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।