ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহানন্দা নদীতে নেমে যুবক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
মহানন্দা নদীতে নেমে যুবক নিখোঁজ প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদরের মহানন্দা নদীতে গোসল করতে নেমে মারুফ হোসেন (২১) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।  

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

 

সন্ধ্যার দিকে জেলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিখোঁজ মারুফ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী নতুন হাট গুমপাড়া বড় মসজিদ চৌমুহনী এলাকার সৈয়বুর রহমানের ছেলে মারুফ।  

ওসি সাজ্জাদ হোসেন জানান, মহানন্দা নদীর ওপরে শেখ হাসিনা ব্রিজ সংলগ্ন ঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে যান মারুফ। এক পর্যায়ে তার সব বন্ধুরা  নদী থেকে উঠে এলেও মারুফকে তারা না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেওয়া হয়। তবে এ সংবাদ লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) মরদেহ উদ্ধারে  ডুবুরি দলের চেষ্টা চলছিল এবং কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।