ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে মোটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
সেনবাগে মোটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত  প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ মাইনুদ্দিন নিলয় (১৩) নামে বাইসাইকেলের আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের সেনবাগ বাজার-রাস্তার মাথা সড়কের খালেকের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নিলয় উপজেলার পশ্চিম লালপুর গ্রামের দই ব্যাপারী বাড়ির মৃত আলা উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল নিলয়। এ সময় পিকআপভ্যানের ধাক্কায় সে সড়কে ছিটকে পড়লে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিলয়ের মৃত্যু হয়।

সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। পিকআপভ্যান চালক ও মোটরসাইকেল চালক কাউকে আটক করা যায়নি। তারা ঘটনার পরপরই পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।