ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘আদিলুরকে নিয়ে ইইউ পার্লামেন্ট হস্তক্ষেপ করবে না’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
‘আদিলুরকে নিয়ে ইইউ পার্লামেন্ট হস্তক্ষেপ করবে না’

ঢাকা: মানবাধিকার সংগঠন অধিকার সম্পাদক আদিলুর রহমানের দুই বছরের সাজার রায় নিয়ে ইউরোপীয় পার্লামেন্ট হস্তক্ষেপ করবে না বলে প্রত্যাশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে সরকারপ্রধানের যোগ দেওয়া নিয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

অধিকার সম্পাদক আদিলুর রহমানকে নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য ডিবেট করেছেন। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আপানারা যদি ডিবেট ফলো করেন, তাহলে সেখানে দেখবেন আটজন বক্তব্য দিয়েছেন। তবে দুজনের বক্তব্য পরিষ্কার যে, তারা এটার পক্ষে নন। এদের একজন বলেছেন, এই ধরনের পদক্ষেপ নয়া উপনিবেশবাদকে উসকে দিতে পারে। ডেভেলপিং কান্ট্রির ওপর এই ধরনের আচরণ ঠিক নয়। আরেকজন সদস্য বলেছেন, এই ধরনের উদ্যোগ ইউরোপীয় ইউনিয়নকে ব্যাক ফায়ার করতে পারে।

শাহরিয়ার আলম আরও বলেন, আমরা যেটা মনে করি, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের ন্যাচারাল রিলেশন আছে। সেই জায়গা থেকে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে, সেটা যদি আবার হয় আদালতের বিচারাধীন, আশা করি ইউরোপীয় পার্লামেন্ট হস্তক্ষেপ করবে না।  ইউরোপীয় কাউন্সিল এটা আমলে নেবে না। এটার ভোটাভুটি আমরা দেখবো। ভোটাভুটির ফলশ্রুতিতে অনেক কিছুই হয়।

এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো অপপ্রচার বা চক্রান্ত হলে আমরা অবশ্যই আমলে নেব।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ওনারা (ইইউ পার্লামেন্ট) যেটা করছেন, সেটার লেজেসলেটিভ অথরিটি নেই। ওনাদের ৭৫৩ জন সদস্য,  অনেকেই অনেক মন্তব্য করেন। তবে কেউ কেউ আবার ইনিশিয়েটিভ নেয় বক্তব্য দেয়ানোর জন্য। প্ররোচনাও দেয়। দেশে আপনারা কথাবার্তা বলেন বলেই তারা বড় মজা পায়। আপনারা যদি ইগনোর করতেন, তাহলে তারা বক্তব্য দিতেন না। অন্য দেশে ইগনোর করে, ভারতের বিরুদ্ধে কিছু বললেই তারা ইগনোর করে। কিন্তু আপনারা এটাকে খুব মানেন। কেউ বললেই আপানারা লাফায়া ওঠেন। এটা একটা বড় সমস্যা। আগামীতে ইনশাল্লাহ আপনারা দেশের দিকে মনোযোগ দেবেন। বিদেশের দিকে মনোযোগ কম দেবেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীনও উপস্থিত ছিলেন।

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানসহ দুজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন: অধিকার সম্পাদক আদিলুরের ২ বছরের কারাদণ্ড

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।