ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে খালে মিলল অটোচালকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, সেপ্টেম্বর ১৫, ২০২৩
আড়াইহাজারে খালে মিলল অটোচালকের মরদেহ ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাইফুল ইসলাম বাপ্পি (১৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার নয়ানাবাদ ভাঙা ব্রিজ এলাকা থেকে উদ্ধার বাপ্পির মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত বাপ্পি উপজেলার উলুকান্দি পুর্ব পাড়া এলাকার খোকন মিয়ার ছেলে।

মৃতের পরিবার ও পুলিশ জানায়, গত বুধবার (১৩ সেপ্টেম্বর) বাপ্পি নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হয়ে বাড়িতে ফিরে না আশায় তার বাবা বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিতভাবে অবগত করে। পরে ওই দিন রাতে নয়ানাবাদ এলাকার ভাঙা ব্রিজ সংলগ্ন খালে পানিতে ভাস্যমান অবস্থায় সাইফুল ইসলাম বাপ্পির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বাপ্পির বাবা-মা ও স্বজনরা থানায় এসে মরদেহ শনাক্ত করে। বাপ্পির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে বাপ্পিকে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা দুর্বৃত্তরা নিয়ে গেছে।

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এমআরপি/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।