ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রী ছাউনির সামনে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আহত অজ্ঞাত (৬০) এক নারীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

 

এর আগে সকাল ১০টার দিকে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, সকাল ১০টার সময় এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রী ছাউনির কাছে রাস্তা পার হতে গেলে একটি মোটরসাইকেল ওই নারীকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা সড়কে পড়ে থাকতে দেখে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।  

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী জানান, একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ শিবচর হাইওয়ে থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।