ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু জ্বরে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
ডেঙ্গু জ্বরে স্কুলছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিহাব মোল্লা (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

শিহাব বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের কে সি সালদাইড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও সালদাইড় উত্তরপাড়া গ্রামের শরিফুল মোল্লার ছেলে।

ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল ইসলাম তুহিন জানান, শিহাব বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয়ভাবে চিকিৎসা করলেও তার জ্বর কমেনি। পরে চিকিৎসকের পরামর্শে তার ডেঙ্গু পরীক্ষা করলে পজিটিভ আসে। পরে তাকে ঢাকার কুর্মিটলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে শিহাবের মৃত্যুবরণ করে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।