দিনাজপুর: দিনাজপুরে বাজার তদারকি অভিযানে ফার্মেসিসহ তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার শিকদার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দায়ে উপজেলার শিকদার বাজারের ইনশাল্লাহ ফার্মেসির মালিক আশফাকুর রহমানকে পাঁচ হাজার, বেশি দামে আলু বিক্রি করার দায়ে আল্লাহ ভরসা স্টোরের বশীর উদ্দিনকে তিন হাজার ও একই অপরাধের দায়ে মোক্তাদুর বাণিজ্যালয়ের ফরহাদ হোসেনকে তিন হাজারসহ মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসআরএস