ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
সিলেটে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত

সিলেট: সিলেট-জকিগঞ্জ সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার সুতারগ্রামের হোসাইন আহমদের ছেলে ও এমসি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান (২০) ও একই গ্রামের শহীদ আহমদের ছেলে ও সিলেট সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র মাহাদী হাসান রাহাত (১৮)।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সিলেট-জকিগঞ্জ সড়কে মোটরসাইকেলটিকে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  

জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্তি নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে গেলেও বিয়ানীবাজার থানার চারখাই এলাকায় জনতার সহায়তায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যান।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।