সিলেট: জেলার বিশ্বনাথে ইয়াবসহ কল্পনা বেগম (৪৬) নামে এক নারী কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার দূর্য্যাকাপন গ্রামের মাদক সম্রাট তুহিনের বাড়ির রাস্তা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৭৮০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এগুলোর বাজারমূল্য প্রায় দুই লাখ ৩৪ হাজার টাকা। আটক কল্পনা বেগম জকিগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের আবু সুফিয়ান খোকন মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী আন্তঃবিভাগীয় ইয়াবা কারবারি চক্রের সদস্য। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ ওই নারীকে আটক হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এনইউ/এসআইএ