ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ভারতের বিপক্ষে টাইগারদের জয়ে মেয়র আতিকের অভিনন্দন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৮, সেপ্টেম্বর ১৬, ২০২৩
ভারতের বিপক্ষে টাইগারদের জয়ে মেয়র আতিকের অভিনন্দন 

ঢাকা: এশিয়া কাপে শক্তিশালী ভারতের বিপক্ষে টাইগারদের জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।  

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে এক অভিনন্দন বার্তায় ডিএনসিসি মেয়র এই শুভেচ্ছা জানান।

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ডিএনসিসি মেয়র।  

এ সময় তিনি বলেন, এশিয়া কাপের শেষ ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে টাইগারদের জয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা, উৎসাহ ও আন্তরিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে।

অভিনন্দন বার্তায় ডিএনসিসি মেয়র বাংলাদেশ দলের এই জয়ের ধারা আসন্ন বিশ্বকাপে টুর্নামেন্টেও অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এমএমআই/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।