ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
কালিয়াকৈরে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর জালাল গেইট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় রোজা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটেছে।

নিহত রোজা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম ফরিদপুর এলাকার রেজাউল ইসলামের মেয়ে।

পরিবার ও এলাকাবাসী জানান, কালিয়াকৈর উপজেলার মুন্সিরটেক এলাকায় বাবা-মায়ের সঙ্গে বাসা ভাড়া থাকতো রোজা। তার বাবা রেজাউল করিম স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। শুক্রবার সন্ধ্যায় মায়ের হাত ধরে রোজা তার নানির বাসায় যাচ্ছিল। একপর্যায়ে সফিপুর-বড়ইবাড়ী সড়কের জালাল গেইট এলাকায় পৌঁছালে পাল্লা-পালি করে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে রোজা আক্তার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু।

কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, এলাকায় অটোরিকশার কোনো নিয়ন্ত্রণ নেই। ইচ্ছে মতো এরা দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসনও তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
আরএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।