ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাউনহল কাঁচা বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
টাউনহল কাঁচা বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ঢাকা: আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের তদারকি করতে রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল কাঁচা বাজারে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ অভিযান শুরু হয়।

এতে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা বেগম ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।

এর আগে এদিন সকালে ওই টিম রাজধানীর নিউমার্কেটের বনলতা কাঁচাবাজারেও অভিযান পরিচালনা করে।

এই টিম ছাড়াও অধিদপ্তরের আরও দুইটি টিম আজ (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে অভিযান পরিচালনা করছে। এর একটি বাড্ডা-রামপুরা-মহাখালী এলাকায় ও আরেকটি ডেমরা-স্টাফ কোয়ার্টার-কোণাপাড়া এলাকায়।

এছাড়া আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও স্যালাইনের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীর বাইরে সারাদেশে অভিযান চালানো হচ্ছে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এসসি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।