ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, সেপ্টেম্বর ১৬, ২০২৩
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পুকুরের পানিতে ডুবে সম্পদ কুমার (৭) ও মহারানী (৪) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।  

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশে পুকুরে এ দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

নিহত শিশুরা হলো- রুহিয়া থানার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী মহেনপাড়া গ্রামের দয়াল চন্দ্র বর্মন ও ইতি রাণী দম্পতির সন্তান।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাড়ির পেছনে পুকুরের পাশের জমিতে তাদের বাবা কাজ করছিলেন। সে সময় তারা সেখানে ছিল। তাদের রেখে তার বাবা বাড়িতে চলে আসেন। পরে সেখানে গিয়ে তাদের আর দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন তিনি। পরে পুকুরের পানিতে জাল টেনে তাদের মরদেহ উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো ধরণের অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ সৎকারের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪৫২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।